বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন ও জীবিকা বিষয় শুধু আলু ভর্তা নয়

মোহাম্মদ শাহজামান শুভ   |   শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

জীবন ও জীবিকা বিষয় শুধু আলু ভর্তা নয়

 মোহাম্মদ শাহজামান শুভ

নতুন শিক্ষা ক্যারিকুলাম ২০২১ এবং শিক্ষা বিস্তারন ২০২২ এর মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চেষ্টা করেছে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর গণিততত্ত্বে পরিবর্তন এবং অগ্রগতি হয়েছে। এখন গণিত হাতে কলমে জ্ঞান প্রয়োগ করে প্রমাণ করে শিখে। গণিত এখন গল্প ও বাস্তব জীবনের সমন্বয় করে শিখে। এইরূপভাবে মাধ্যমিকের আরো নয়টি বইয়ের পাঠই অভিজ্ঞতার আলোকে যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা ও আপডেট করা হয়ে থাকে যাতে সামগ্রিকভাবে বৃদ্ধি ও প্রগতি হতে পারে। সেই সাথে, কোন সমস্যা বা বিপর্যয়ের সামনে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার নিয়মিত অগ্রগতি করছে। এই ক্যারিকুলামে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, গণিত, ও প্রযুক্তি বিষয়ে বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে আগ্রহ উদ্বেগ জাগ্রত করতে সাহায্য করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা পদ্ধতি এবং ব্যবস্থা এখন সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে আরও প্রাসঙ্গিক এবং মানসিকভাবে উন্নত হয়েছে।


‘জীবন ও জীবিকা’ সম্পর্কিত শিক্ষা ক্যারিকুলাম -২০২১ এবং শিক্ষা বিস্তারন ২০২২ এর বাস্তবায়ন বাংলাদেশের শিক্ষার মান ও মানব সম্পদের উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের অধ্যয়নসহ অনুশীলনের জীবন প্রসঙ্গে প্রতিবেদনশীল প্রতিবেদনশীল শিক্ষা প্রদান করা হয়েছে।

শিক্ষা ক্যারিকুলামে জীবন ও জীবিকা নিয়ে উপস্থাপিত বিষয়বস্তুগুলি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে সাহায্য করে। এটি উদ্দীপনা দেয় যে, তাদের শিক্ষা না শুধুই বই থেকে যেন তাদের প্রাকৃতিক ও সমাজের চেতনা ও দায়িত্ব প্রসারিত হয়।


এই প্রণোদনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নৈতিক বিকাশে অগ্রসর করে তাদেরকে নৈতিক প্রশিক্ষণ এবং দায়িত্বের মূল্যায়ন করতে সহায়তা করে। এটি তাদের জীবনের ভালো নাগরিক হিসেবে গঠিত হওয়ার জন্য ব্যবহার করা হয়।

বাংলাদেশের এই ক্যারিকুলামের মাধ্যমে শিক্ষার্থী তাদের মানসিক প্রস্তুতি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়ে উঠতে পারে। এই সিদ্ধান্ত (নিজের অভিজ্ঞতালব্ধ) শিক্ষার্থীদের জীবন পরিচালনা, সমাজের মাঝে সামাজিক অবস্থান, কাজের দক্ষতা ও দায়িত্বের সম্পর্কে আগ্রহ উদ্বেগ জাগ্রত করে। মজার বিষয় হলো এই ক্যারিকুলামে গাইড বই এবং প্রাইভেটের গুরুত্ব কমে যাবে। অনেক ক্ষেত্রে প্রাইভেট বা গাইডবই লাগবে না। পাবলিক পরীক্ষায় প্রশ্ন আউট বা পাবলিক পরীক্ষায় অভিভাবক শিক্ষার্থীদের নকল দেবার প্রতিযোগিতা থাকবে না। এখন অভিভাবক নিজেই শিক্ষার্থীর শিক্ষক বা পথ প্রদর্শক হবেন। পাবলিক পরীক্ষার পর ফলাফল প্রকাশের পর কিছু শিক্ষার্থীর নেগেটিভ অভিমানের প্রভাব পাবে না। পাবলিক পরিক্ষায় শিক্ষার্থীর চেয়ে পরিক্ষার্থী বেশী হবে না। শিক্ষার্থী এই ক্যারিকুলামে নিজের প্রতিভা আবিস্কার করেবন।


ষষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বইয়ের সাতটি পাঠ বা অভিজ্ঞতা। যেমন- কাজের মাঝে আনন্দ, পেশার রূপ বদল, আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবন আমার লক্ষ্য, দশে মিলে করি কাজ এবং স্কিল কোর্স (কুকিং ও গ্রাফটিং)। উল্লেখিত স্কিল কোর্সের একটি অংশ কুকিং বাকী অংশ গ্রাফটিং। প্রতিটি পাঠই অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে এবং কাংখিত যোগ্যতা অর্জন করতে হবে। কুকিং স্কিল কোর্স বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারী। খাদ্য প্রস্তুতির এই কোর্সগুলি ব্যক্তিদের নানান দরকারের সমাধান প্রদান করে, যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুবিধা দেয়।
কুকিং স্কিল কোর্স ব্যক্তিদের খাবার প্রস্তুতির সঠিক পদ্ধতি এবং ভারপ্রাপ্ত পুষ্টিকর খাবার পদার্থের জ্ঞান সরবরাহ করে, যা ব্যক্তিদের স্বাস্থ্যকে উন্নত করে তাদের দৈনন্দিন জীবন উন্নতির পথে সাহায্য করে।

কৃষির উন্নয়নে গাছের গ্রাফটং বা কলমের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফটং বা কলমের ফলন বৃদ্ধি, সম্প্রসারণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি এবং জাতের উন্নতির দিকে সুষ্ঠু গবেষণা করার জন্য গুরুত্বপূর্ণ। কৃষিতে গাছের গ্রাফটং বা কলমের করে উচ্চতর ফলন এবং সঠিক রোগ প্রতিরোধ সুনিশ্চিত করা যায়।

লেখক: মোহাম্মদ শাহজামান শুভ
সিনিয়র শিক্ষক
বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,
তিতাস, কুমিল্লা।

[বি.দ্র: মতামতটি একান্তই লেখকের, যা হুবুহু প্রকাশিত হলো। এই লেখার সাথে পত্রিকা কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই]

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com