
মিজানুর রহমান রুবেল | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মিজানুর রহমান রুবেল
শিক্ষকতা পেশা শুধু পেশা নয়, একটি ব্রত। কিন্তু এ ব্রত শুদ্ধাচার ভাবে পালনের জন্য বেশ কিছু নিয়ামক অনস্বীকার্য। কারণ শিক্ষকরাও মানুষ। ওদেরও জীবন আছে, আবেগ আছে, পেটের ক্ষুধার যন্ত্রণা আছে, তাদের কাছে সন্তান-সন্ততি, স্ত্রীর চাহিদা আছে, পরিবারের বৃদ্ধ বাবা-মা, ছোট ভাই-বোনদের চাহিদা আছে। এত সব কিছু ছাপিয়ে ওরা তো সমাজেরই একটি অংশ। এ সমাজে ওদের চলতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়। তাইতো ওদের ব্রত ছাড়িয়ে জীবিকার তাগিদে রাস্তায়ও নামতে হয়।
কেমন হতো যদি আজকের এই অবস্থার না সৃষ্টি হতো?
যদি শিক্ষকদের আর্থ-সামাজিক উন্নয়নের ফাকা বুলি মিডিয়াপাড়ায় না ঘুরে বাস্তব হয়ে দেখা দিত! তাহলে এ সংকটের উত্তরণ সহজ হতে পারতো। যুদ্ধবিদ্ধস্ত দেশ, খাদের কিনার হতে টেনে তুলতে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পেরে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে হাত দিলেন ;যার পূর্ণতা পেলো তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। জাতির পিতার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ইতিবাচক মনোভাব থাকা ও একটানা পনের বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েও কেন জাতির পিতার এ স্বপ্ন অধরা থেকে গেল; এ এক বিরাট প্রশ্ন!
ডিজিটাল বাংলাদেশে জটের শহরে জাদুর মেট্রো চলে ঝনঝনিয়ে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হয়। পানির নিচে ট্যানেল হয়। আর স্বাধীনতার ৫২ বছর পরো শিক্ষকরা ন্যূনতম জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে দু-বেলা দুমুঠো খাবার খেয়ে শিক্ষকতা পেশার মতো মহান ব্রত চালিয়ে যাবার প্রয়াসে কখনো কখনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়। ধুলাবালি,তপ্ত রোদ, বৃষ্টির চোখ রাঙ্গানি কিছুই দমাতে পারেনা ওদের। দেয়ালে যে পিঠ ঠেকে গেছে। আত্মসম্মানবোধ জলাঞ্জলি দিতে দিতে এমন অবস্থায় পতিত হয়েছে যে, জয় ভিন্ন গত্যন্তর নেই।
এ দায় কার?
এখনো ২৫ শতাংশ উৎসব ভাতা ও ১০০০ টাকার বাড়ি ভাড়া, আর ৫০০টাকার চিকিৎসা ভাতার কেন পরিবর্তন হলো না ;তার প্রকৃত কারন খুঁজে বের করার যৌক্তিকতা কি এখনো আসেনি?
যদি বেসরকারি শিক্ষকদের যৌক্তিক দাবীর পালে হাওয়া না পায় তবে আঘাত আসবে শিক্ষায়। যার ফল হাতে হাতে হয়তো নয়, তবে কোন না কোনভাবে প্রকাশ পাবে নিশ্চয়।
লেখক : মিজানুর রহমান রুবেল
সহকারি শিক্ষক
গোহালিয়াবাড়ি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
কালিহাতী, টাঙ্গাইল
ln.mizanur@gmail.com
[বি.দ্র: লেখাটি একান্তই লেখকের নিজস্ব মতামত]
Posted ৬:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |