বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় সুইডেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় সুইডেন

দারুণ ফর্মে ছিল অস্ট্রেলিয়া। নারী বিশ্বকাপের শেষ ষোলোতে ডেনমার্ক এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালমঞ্চে পা রেখেছিল স্বাগতিকরা। কিন্তু চারদিন আগে সিডনিতে প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের কাছে হারের পর স্বাগতিক দর্শকদের প্রত্যাশা ছিল, অন্তত তৃতীয় হয়ে তারা টুর্নামেন্ট শেষ করতে পারবে। কিন্তু সুইডেনের মেয়েরা সে সুযোগ দেয়নি তাদের।


ব্রিসবেনে প্রায় ৫০ হাজার সমর্থকের সামনে আরেকটি হার নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়ান মেয়েরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে সুইডেন।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে সুইডেন। একবার ফাইনালে উঠেছিল ২০০৩ সালে। বাকি চারবারই তারা টুর্নামেন্ট শেষ করে চতুর্থ হয়ে।


প্রায় সমানে সমান লড়াই হয়েছে অস্ট্রেলিয়া-সুইডেনের। তবে সুইডেন সময়মতো গোল বানিয়েছে, অস্ট্রেলিয়া সেটা পারেনি।

৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইডেনকে এগিয়ে দেন ফ্রিডোলিয়না রোলফো। ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।


আগামীকাল (রোববার) নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড।

Facebook Comments Box

Posted ৫:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com