শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে টাকাসহ আটক

সেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

সেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরী

-সংগৃহীত

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ভোটকেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।


এর আগে গতকাল সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আইযুব আলী। তিনি কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।


উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন ৷ পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন স্থানীয়রা৷ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ৬ জানুয়ারি রাতে ইসলামপুর উপজেলা কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে টাকা নেন সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরী । পরে এ ঘটনা স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। রাতেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।


ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
অফিস

১১৯/২, চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com