শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকদের সঙ্গে কবির বিন আনোয়ারের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার।

বৈঠকে তিনি আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।


শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

আন্দোলনরত সংগঠন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা সভায় অংশ নেন।


সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।

সভা শেষে বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আলোচানা ও আন্দোলন দুটোই একসঙ্গে চলতে পারে। আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া নিয়ে সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।


তিনি আরও বলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি। আশা করছি, আমাদের আর বেশি দিন আন্দোলন চালিয়ে যেতে হবে না।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
অফিস

১১৯/২, চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com