
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা মোঃ শাহে আলম মিয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২২ জুন) রাত ১১ টায় ভারতের মুম্বাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ শাহে আলম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে শাহে আলম মিয়া স্ত্রী, পাঁচ ছেলে সন্তান ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়ে বলেছেন, দেশে তার বাবার মরদেহ আসার পর নিজ গ্রামে জানাজা হবে। জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |