
ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। সেই লক্ষ্যে বুধবার (২৩ আগস্ট) পাকিস্তান পৌঁছেছে নেপাল ক্রিকেট দল। করাচি বিমানবন্দরে পুরো দলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের নিরাপত্তাজনিত আপত্তির কারণে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক শ্রীলঙ্কা। নেপাল ছাড়া অংশগ্রহণকারী বাকি দলগুলো এখনও দেশ ছাড়েনি। তারাই সবার আগে পৌঁছেছে আয়োজক দেশে।
এদিকে, গত ১৪ আগস্ট এশিয়া কাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে নেপাল। ১৭ জনের সেই স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে এখনই পাকিস্তানে যেতে পারছেন না স্পিনার সন্দ্বীপ লামিচানে। তার বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর থেকে চলছে একটি ধর্ষণ মামলা। যার হাজিরা আছে আগামী সপ্তাহের শুরুতে। হাজিরা শেষে আদালতের নির্দেশের ওপর ভিত্তি করে দলের সঙ্গে যোগ দেওয়ার আশা করছেন তিনি।
এশিয়া কাপে পাকিস্তান ছাড়া নেপালের অপর প্রতিপক্ষ ভারত। পাকিস্তানের সঙ্গে ম্যাচ শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি জমাবে তারা। ৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ তাদের।
এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে অংশগ্রহণ নিশ্চিত করে নেপাল।
নেপালের স্কোয়াড
রোহিত পাওদেল (ক্যাপ্টেন), কুশল ভূর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), ভীম শারকি, কুশল মালা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং এরি, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী, শ্যাম ধাকল, সন্দীপ জোরা, কিশোর মাহাতো, অর্জুন সৌদ।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |