বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ক্রীড়া প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

সাবেক চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথটা পরিষ্কার করে ফেলেছিলেন সুইডিশ মেয়েরা।

কিন্তু উড়তে থাকা সুইডেনকে মাটিতে নামিয়ে দিল স্পেন। আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেন ২-১ গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে।


আগামীকাল (বুধবার) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ২০ আগস্ট শিরোপার জন্য লড়বে স্পেন।

কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে জাপানের বিদায়ের পরই নিশ্চিত হয়েছিল নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। আর সেই নতুনের তালিকায় বেশি আলোচিত ছিল সুইডেন।


গ্রুপপর্বে ইতালি-আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল সুইডেন। এর পর তাদের শিকার যুক্তরাষ্ট্র ও জাপান।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডিশ মেয়েরা প্রথমে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখেও শেষ পর্যন্ত পারেনি স্পেনের সঙ্গে। অকল্যান্ডের ইডেনপার্কে শেষ ১০ মিনিটে হওয়া ৩ গোলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে যায় স্পেন।


৮০ মিনিট গোলশূন্য। পরের মিনিটেই স্পেন এগিয়ে যায় সালমা সেলেস্তার গোলে। ৮৮ মিনিটে রেবেকা মারিয়ার গোল ম্যাচে ফিরিয়ে আনে সুইডেনকে।

তখন ধরেই নেওয়া হয়েছিল, প্রথম সেমিফাইনাল গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। না, নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই সব শেষ করে দেয় স্পেন। সুইডেন ম্যাচে ফেরার পরের মিনিটেই ওলগা কারমোনার গোল স্পেনকে তুলে দেয় প্রথমবারের মতো ফাইনালে।

Facebook Comments Box

Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com