শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরি নিয়েও বিশেষ বার্তা নেইমারের

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ইনজুরি নিয়েও বিশেষ বার্তা নেইমারের

ইনজুরি নিয়েও দলকে বিশেষ বার্তা নেইমারের,

নেইমার জুনিয়রের ইনজুরির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে বেঞ্চে বসে ব্যথায় কাতর নেইমার। চোখে-মুখে পরিষ্কার দুশ্চিন্তার ছাপ। এক হাত দিয়ে একটা চোখ ঢেকে রেখেছেন। অন্য চোখ দিয়ে দেখছেন ব্রাজিলের খেলা। তখনও ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট বাকি। সতীর্থ পেদ্রো নেতিয়ে পড়া নেইমারের মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলছেন।


অন্য একটি ছবিতে দেখা গেছে, নেইমারের গোড়ালি বেশ ফুলে গেছে। চোখ-মুখ বলছে, ভালোই ব্যথা পেয়েছেন তিনি। দলের চিকিৎসককে পা ঘুরিয়ে ওই ফোলা দেখাচ্ছেন তিনি। তাকিয়ে আছেন চিকিৎসকের দিকে। যেন তিনি জানতে চাচ্ছেন- এটা কতটা গুরুতর বলুন আমাকে।

নেইমারের ওই ইনজুরি নিয়ে এখনও পরিষ্কার বার্তা পাওয়া যায়নি। কোচ বলছেন, গুরুতর নয়। নেইমার খেলা চালিয়ে যেতে পারবে। দলের চিকিৎসক বলছেন, পর্যবেক্ষণে আছেন নেইমার। এখনই তারা কিছু বলতে পারছেন না। তাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। যদিও দু’দিন পরই ব্রাজিলের ম্যাচ।


ওই ইনজুরি শঙ্কার মধ্যেই ব্রাজিলের সেরা তারকা দলের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘কঠিন এক ম্যাচ। জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ। অভিনন্দন দল। প্রথম ধাপ সম্পন্ন, ছয়টা (জয়) বাকি।’

Facebook Comments Box


Posted ৪:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com