মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কেমন আছেন নেইমার.?

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট

কেমন আছেন নেইমার.?

কেমন আছেন নেইমার, খেলতে পারবেন পরের ম্যাচ?

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও ব্রাজিল শিবিরে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার ছায়া নেইমারের ইনজুরি। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ডান পায়ের গোড়ালির ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পিএসজি তারকা। দেখা গেছে, তার পায়ের গোড়ালি মচকে গেছে এবং পুরো গোড়ালি ফুলে গেছে।


ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের ইনজুরির প্রকৃত অবস্থা সম্পর্কে এখনই আগাম কিছু বলা সম্ভব নয়। তার প্রকৃত অবস্থা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন এত অগ্রিম কোনো মন্তব্যও করতে পারছি না যে তিনি খেলতে পারবেন কি পারবেন না।’

তবে ব্রাজিল কোচ তিতে আশাবাদী। তার মতে, পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই সুস্থ হয়ে যাবেন নেইমার এবং তিনি বিশ্বকাপ পুরোটাই শেষ করতে পারবেন।


সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমরা নিশ্চিত যে, নেইমার খেলে যেতে পারবেন এবং পুরো বিশ্বকাপই খেলবেন।’

নেইমার নিজেও তো ভেঙে পড়েছেন, এমন প্রশ্নে তিতে বলেন, ‘আমি তাকে তো দুঃখিত হতে দেখিনি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মত সামর্থ্য এবং মানসিক শক্তি তার রয়েছে। এমনকি সে নিজেও আমাকে আস্বস্ত করেছে।’


Facebook Comments Box

Posted ৬:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com