ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক। এর মাধ্যমে বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে তিন বা তার অধিক সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করলেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার।
এর আগে বিশ্বকাপের এক আসরে তিন বার তার বেশি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান তিন তারকা ব্যাটার মার্ক ওয়াহ, ম্যাথু হেইডেন ও ডেভিড ওয়ার্নার। তালিকায় ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মার সাথে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও।
বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ব্যাট করছেন ডি কক। তিনি নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেন ১০০ রান। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ রান।টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে ২০ ও ৪ রানে আউট হন।
আজ নিজেদের পঞ্চম ম্যাচে ফের সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া এই ওপেনার। ১৩৯ বলে ১৭৪ করে আউট হন তিনি।
Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো