ক্রীড়া প্রতিবেদক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের হাংজুতে পাকিস্তানকে ৬৪ রানেই আটকে দেওয়ার পর বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটি।
যদিও দেশ ছাড়ার আগে স্বর্ণের লক্ষ্যে এসে এশিয়ান গেমসে মিশন শেষ হলো ব্রোঞ্জে। এরপরও খুশি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রতিটি দল টুর্নামেন্ট খেলতে আসে সর্বোচ্চ অর্জনের জন্য। আমাদেরও তাই লক্ষ্য ছিল। কিছু না পাওয়ার চেয়ে, কিছু নিয়ে যাওয়া অবশ্যই ভালো।’
এর আগে অবশ্য সর্বশেষ যে দুই আসরে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল, দুবারই রুপা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। ২০১০ ও ২০১৪ এশিয়াডে এই পাকিস্তানের কাছে হেরে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। নয় বছর পর আবার ক্রিকেট গেমসে ফিরলেও বাংলাদেশ নারী দল রৌপ্য পদক ধরে রাখতে পারেনি। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘রুপার পর স্বর্ণ পদক প্রত্যাশাটাই স্বাভাবিক। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে অন্তত খালি হতে ফিরে যাচ্ছি না।’
আজ সোমবার চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।
Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো