বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচ শুরু

ক্রীড়া প্রতিবেদক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ভারত-পাকিস্তান ম্যাচ শুরু

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তেই। তবে এখানেও বৃষ্টির হানা। নির্ধারিত সময়ে শুরুর হয়নি খেলা।

ভালো খবর হল, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা। ভারতের স্কোর ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৫। ক্রিজে কেএল রাহুল আর বিরাট কোহলি।


বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এরপর ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। তবে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়ছে না। কোনো ওভার কাটা যায়নি।

গতকাল নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছিল নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দেয়। ফলে খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে।


Facebook Comments Box


Posted ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com