
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দ্বিতীয় রাউন্ডে মাঠে নামলেই বিরাট মাইলফলক স্পর্শ করবেন মেসি!
গ্রুপপপর্বের ডামাডোল শেষে উত্তেজনাময় নকআউটপর্ব শুরু হচ্ছে কাতারে। বিশ্বকাপের উন্মাদনায় যোগ হচ্ছে নতুন মাত্রা। আর এই দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনই মাঠে নামছে আর্জেন্টিনা। যদিও এটা দিনের দ্বিতীয় ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ আর্জেন্টাইন অধিনায়ক মেসি মাঠে নামলেই গড়বেন এক অনন্য কীর্তি। ১৯ বছর আগে যে কিশোর প্রথমবার পেশাদার ফুটবল খেলতে নেমেছিলেন, আজ তার হাজার ম্যাচের মাইলফলক স্পর্শ করার ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে নামছেন স্কালোনির শিষ্যরা। এই ম্যাচে মাঠে নামলেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজার ম্যাচ খেলার কীর্তি গড়বেন মেসি।
মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে মেসির অভিষেক হয় ২০০৫ সালে। তখন কে ভেবেছিল আর্জেন্টিনার হয়ে একসময় সবচেয়ে বেশি ম্যাচ খেলবেন তিনি। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ১৬৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন হ্যাভিয়ার মাসচেরানো। তার ম্যাচ সংখ্যা ১৪৭টি।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |