বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির পেনাল্টি কিক ঠেকিয়ে রেকর্ডবইয়ে শেজনি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

মেসির পেনাল্টি কিক ঠেকিয়ে রেকর্ডবইয়ে শেজনি

এক বিশ্বকাপে দুই পেনাল্টি সেভ করে রেকর্ডবইয়ে পোলিশ গোলরক্ষক,

বিশ্বকাপের ইতিহাসে তার আগে এমনটা করতে পেরেছেন কেবল দুজন। তৃতীয় গোলরক্ষক হিসেবে একই বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করে রেকর্ডবইয়ে নাম লেখালেন পোলিশ গোলরক্ষক ওজসিচ শেজনি।


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছেন শেজনি। যদিও দলকে হার থেকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত। আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ড হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

এর আগে সৌদি আরবের বিপক্ষে জেতা ম্যাচেও একটি পেনাল্টি সেভ করেছিলেন শেজনি। সালেম আলদাসওয়ারির পেনাল্টি রুখে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক।


ফলে তৃতীয় গোলরক্ষক হিসেবে একই বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করে রেকর্ড গড়েছেন শেজনি। তার আগে এমন কীর্তি দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ব্রড ফ্রিয়ডেল (২০২২ বিশ্বকাপ) এবং পোল্যান্ডের জন টমাসজেউক্সি (১৯৭৪ বিশ্বকাপ)।

Facebook Comments Box


Posted ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com