মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড

ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড,

পোল্যান্ডের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে দোহার ৯৭৪ স্টেডিয়ামে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তী প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে।


মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ খেলে ম্যারাডোনার ২১ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। পোল্যান্ডের সঙ্গে মাঠে নামার পর মেসির বিশ্বকাপে ম্যাচ খেলার সংখ্যা এখন ২২।

পোল্যান্ডের বিরুদ্ধে এক গোল পেলে ম্যারাডোনাকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন মেসি। মেসি ও ম্যারাডোনার গোল এখন সমান, ৮টি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার (১০)।


বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসের (৫ বিশ্বকাপ)। ২৪ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তৃতীয় স্থানে রয়েছেন ইতালির পাওলো মালদিনি (২৩ ম্যাচ)। ম্যাথিউস ও ক্লোসা শিরোপা জয়ের স্বাদ পেলেও মালদিনি থেকেছেন শিরোপা বঞ্চিত। এরপরই ২২ ম্যাচ খেলা লিওনেল মেসি।

Facebook Comments Box


Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com