বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যে ঘটনা বলছে শিরোপা জিতবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

যে ঘটনা বলছে শিরোপা জিতবে আর্জেন্টিনা

সেই ঘটনা বলছে শিরোপা জিতবে আর্জেন্টিনা, তবে…

রোববার লুসাইলে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ১৯৭৮ বিশ্বকাপে তাকিয়ে আশাবাদী হতেই পারে আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সও অনুপ্রেরণা খুঁজতে পারে অতীত ইতিহাস থেকে। এবার মিলিয়ে নেয়া যাক সমীকরণটা….


আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৪৪ বছর আগের সেই ১৯৭৮ সালের বিশ্বকাপের কথায় আসা যাক। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির কাছে হেরেছিল স্বাগতিকরা।

৬৭ মিনিটে গোল করেছিলেন ইতালির ফরোয়ার্ড রোবের্তো বেত্তেগা। এবার অবশ্য গ্রুপে নিজেদের শেষ ম্যাচ নয়, প্রথম ম্যাচে হেরেছেন মেসিরা।


সেই ১৯৭৮ বিশ্বকাপের স্মৃতি ফিরে এসেছে এবার গ্রুপপর্বে আর্জেন্টিনা ও ফ্রান্সের হারের কারণে। আর্জেন্টিনার পাশাপাশি ফাইনালের অপর দল নেদারল্যান্ডসও হেরেছিল গ্রুপপর্বে।

তারপর এবার প্রথমবারের নজিরটি দেখা গেল-ফাইনালে উঠে আসার পথে একটি করে ম্যাচ হেরেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। অপরাজিত থেকে ফাইনালে উঠে আসতে পারেনি।


সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। দুর্দান্ত খেলে উঠে এসেছে ফাইনালে। তবে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস যেমন গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা হেরেছিল, এবার ফ্রান্সও তেমনি গ্রুপপর্বের শেষ ম্যাচটা হেরেছে।

এবার আসা যাক মূল প্রসঙ্গে সেই ১৯৭৮ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা! যেহেতু ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের সঙ্গে এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের এসব জায়গায় মিল আছে, তাই শিরোপা জয় নিয়ে আশাবাদী হতেই পারেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আবার আশাবাদী হতে পারেন ফ্রান্সের ভক্তরা। এমন তুক-তাক তাদেরও আছে। যেমন ধরুন, ১৯৯৮ বিশ্বকাপে প্রথম শিরোপা জেতে ফ্রান্স। সে বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। জোড়া গোল করেছিলেন ফ্রান্সের ডিফেন্ডার লিলিয়ান থুরাম।

২০ বছর পর ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হয় ফ্রান্স। ১-০ গোলের জয়ে উঠে যায় ফাইনালে। সেমিফাইনালে ফ্রান্সের হয়ে গোলটি করেছিলেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সেবারও ফ্রান্সই চ্যাম্পিয়ন হয়েছিল।

এবারও ঠিক তাই! সেমিফাইনাল থেকে ফাইনালের আগ পর্যন্ত। কাল রাতে মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল ২-০ গোলে জিতেছে ফ্রান্স। ৫ মিনিটে ফ্রান্সকে প্রথম গোলটি এনে দেন ডিফেন্ডার থিও হার্নান্দেজ।

আগে যে দুটি বিশ্বকাপের সেমিফাইনালে ডিফেন্ডাররা ফ্রান্সকে গোল এনে দিয়েছেন, প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এবারও যেহেতু সেমিফাইনালে ডিফেন্ডার গোল করেছেন, ফ্রান্স তাই চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারে।

তবে এসব আশা-ভরসা নিয়ে পড়ে থাকলে কাজ হবে না দুই দলের ভক্তদেরই। দিনটা যাদের হবে, এমনকি যারা ভালো খেলবে ম্যাচ শেষে তারাই জিতবে বিশ্বকাপের শিরোপা। আবার এও ঠিক কখনো কখনো অতীত ইতিহাসের সঙ্গে মিলে যায় বর্তমানের ঘটনাও। এখন সময়ই বলে দেবে কে হাসবে শেষ হাসি?

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com