
রাকিবুল হাসান, পঞ্চগড় | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শিক্ষাগুরু
রাকিবুল হাসান
হে মহাগুরু নবীনদের তরে,
গাইছ তুমি নিত্য নতুন গান।
যুগে যুগে করেছ তুমি
প্রাণপণ বিপ্লব অভিযান।।
হে শিক্ষাগুরু যে শাখা-প্রশাখা
তুমি করেছ বিস্তৃত।
অনাদিকাল ভবে, অমর হয়ে রবে
সীমাহীন সে কৃতিত্ব।।
হে মহাগুরু শিক্ষাগুরু
তুমি নতুনত্বের পথ দেখাও ।
হাজারও ত্যাগ স্বীকার করে
পরের মঙ্গল চাও।।
তুমি জীবন্ত সাহিত্য
জাতীর পথ প্রদর্শক,
মানবতার উজ্জ্বল নক্ষত্র
নবজাগরণের নীতি-নির্ধারক।।
হে শিক্ষাগুরু, সত্যে বলিষ্ঠ বীর
তুমি মাতাপিতা তুল্য।
রুপান্তরের জনক তুমি
তোমার হাতেই কোটি সাফল্য।।
তুমি ন্যায়নিষ্ঠা, কর্ত্বব্য-পরায়নতা সহ
হাজারো গুণের সমাহার।
উদার মনে বিলিয়েছ তুমি
বুকে জমানো শিষ্টাচার।।
ধৈর্যগুণে, পঠন-পাঠনে তুমি
শ্রেণি কক্ষের প্রাণ।
সু – শীল সমাজ গঠনে কারিগর তুমি
জানাই হাজারো সম্মান।।
মৃতু পরিমাণ যন্ত্রণা বুকে থাকলেও
মুখে মায়ার হাসি,
ঋণশোধ করতে পারবোনা আজীবন
শর্তহীন তোমাকেই ভালোবাসি।।
Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |