বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাগুরু।। রাকিবুল হাসান

রাকিবুল হাসান, পঞ্চগড়   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শিক্ষাগুরু।।  রাকিবুল হাসান

শিক্ষাগুরু

রাকিবুল হাসান


 

হে মহাগুরু নবীনদের তরে,


গাইছ তুমি  নিত্য নতুন গান।

যুগে যুগে করেছ তুমি


প্রাণপণ বিপ্লব  অভিযান।।

 

হে শিক্ষাগুরু  যে শাখা-প্রশাখা

তুমি করেছ বিস্তৃত।

অনাদিকাল ভবে, অমর হয়ে রবে

সীমাহীন সে কৃতিত্ব।।

 

হে মহাগুরু  শিক্ষাগুরু

তুমি নতুনত্বের পথ দেখাও ।

হাজারও  ত্যাগ স্বীকার করে

পরের মঙ্গল চাও।।

 

তুমি জীবন্ত সাহিত্য

জাতীর  পথ প্রদর্শক,

মানবতার উজ্জ্বল নক্ষত্র

নবজাগরণের নীতি-নির্ধারক।।

 

হে শিক্ষাগুরু, সত্যে বলিষ্ঠ বীর

তুমি মাতাপিতা তুল্য।

রুপান্তরের জনক তুমি

তোমার হাতেই কোটি সাফল্য।।

 

তুমি ন্যায়নিষ্ঠা, কর্ত্বব্য-পরায়নতা সহ

হাজারো গুণের সমাহার।

উদার মনে বিলিয়েছ তুমি

বুকে জমানো শিষ্টাচার।।

 

ধৈর্যগুণে, পঠন-পাঠনে তুমি

শ্রেণি কক্ষের প্রাণ।

সু – শীল সমাজ গঠনে কারিগর তুমি

জানাই হাজারো সম্মান।।

 

 

মৃতু পরিমাণ যন্ত্রণা বুকে থাকলেও

মুখে মায়ার হাসি,

ঋণশোধ করতে পারবোনা আজীবন

শর্তহীন তোমাকেই  ভালোবাসি।।

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com