বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজের তাণ্ডবে ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সিরাজের তাণ্ডবে ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে টস জিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

ভারতের পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারে চারটিসহ ২১ রানে ছয় উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে লঙ্কানদের। ওয়ানডের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটরে লজ্জায় ডুবল ছয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।


কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রবিবার টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ওভারেই উইকেট হারায় এশিয়া কাপের অন্যতম সফলতম দল শ্রীলঙ্কা। জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান কুশল পেরেরা।

এরপর স্বাগতিক শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা দেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। তিনি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে তুলে নেন চার উইকেট। একে একে সাজঘরে ফেরান পাথুন নিশাঙ্কা (২), সাদিরা সামারাবিক্রমা (০), চারিথা আশালঙ্কা (০) ও ধনাঞ্জয়া ডি সিলভাকে (৪)।


পরে আরও দুই উইকেট দখলে নেন ২৯ ওয়ানডেতে ক্যারিয়ারে সেরা বোলিং করা সিরাজ। ডানহাতি এই পেসার দাশুন শানাকা (০) ও কুশল মেন্ডিসকে (১৭) বোল্ড করে দেন। ২১ রানে ক্যারিয়ারে সেরা ৬ উইকেট তুলে নেন। বাকি উইকেট তিনটি নেন হার্ডিক পান্ডিয়া।

Facebook Comments Box


Posted ৬:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com