
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের পর্দা নামল। গতকাল রবীবাসরীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির নৈপুন্যে এ জয় বহুল কাঙিক্ষত। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব আসরের সেরা মুকুট মাথায় পড়ল লাতিন আমেরিকার এই দেশ।
এর আগে যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন
১৯৩০ : উরুগুয়ে
বিশ্বকাপের উদ্বোধনী আসরে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-উরুগুয়ে। মন্টেভিডিওতে ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ জেতে। প্রথম টুর্নামেন্টে ১৩টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে মাত্র চারটি দল ছিল ইউরোপের।
১৯৩৪ : ইতালি
প্রি-কোয়ার্টার থেকেই এই টুর্নামেন্ট হয়েছিল ১৯৩৪ সালে। আয়োজক দেশ ইতালি ফাইনালে ২-১ গোলে হারায় চেকোস্লোভাকিয়াকে। সেবার উরুগুয়েও অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। কারণ, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগের বিশ্বকাপেও অংশ নেয়নি।
১৯৩৮ : ইতালি
চার বছর পর আবারও চ্যাম্পিয়ন হয় ইতালি। প্রথম টিম হিসাবে পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে তারা। ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারায় ইতালি। ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রথম এশিয়ান দল হিসাবে অংশ নেয় ১৯৩৮ সালে।
১৯৫০ : উরুগুয়ে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বকাপ, যেখানে ইংল্যান্ডের অভিষেক হয়েছিল। বিখ্যাত মারাকানায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতে উরুগুয়ে দ্বিতীয়বার ট্রফি জয় করে।
১৯৫৪ : জার্মানি
হাঙ্গেরির বিপক্ষে ফাইনালে ৩-২ গোলে জিতে তৎকালীন পশ্চিম জার্মানি প্রথম শিরোপা জেতে।
১৯৫৮ : ব্রাজিল
১৭ বছরের পেলের অভিষেক হয় ব্রাজিলের জার্সিতে। তিনি ছয় গোল করেছিলেন সেবার। ব্রাজিলকে ফাইনালে তুলতে এবং সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিততে সাহায্য করেছিলেন অভিষিক্ত পেলে।
১৯৬২ : ব্রাজিল
সান্তিয়াগোতে ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতে ব্রাজিল শিরোপা ধরে রাখে।
১৯৬৬ : ইংল্যান্ড
ইংল্যান্ড ওই একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তারা ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে জয় পায়। ওই বিশ্বকাপে অভিষেক হয়েছিল উত্তর কোরিয়া এবং পর্তুগালের।
১৯৭০ : ব্রাজিল
ইতালির বিপক্ষে ৪-১ গোলে জিতে ব্রাজিল তৃতীয়বার বিশ্বজাপ জেতে। পেলের শেষ বিশ্বকাপ ছিল সেটি।
১৯৭৪ : জার্মানি
ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৎকালীন পশ্চিম জার্মানি দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জেতে। সেই বছর টুর্নামেন্টে নতুন ট্রফি চালু করা হয়।
১৯৭৮ : আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জিতে আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জয় করে। সেই টুর্নামেন্টে মেক্সিকোর বিপক্ষে তিউনিশিয়া ৩-১ গোলে জয়ী হয়। সেটিই বিশ্বকাপে আফ্রিকার কোনো দেশের প্রথম জয়।
১৯৮২ : ইতালি
স্পেন বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ গোলে জিতে ইতালি তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেই প্রথম টাইব্রেকারের প্রচলন করা হয়।
১৯৮৬ : আর্জেন্টিনা
আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনার টুর্নামেন্ট। আর্জেন্টিনা দ্বিতীয়বার শিরোপা জেতে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে রয়েছে ওই বিশ্বকাপ।
১৯৯০ : জার্মানি
রোমে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে তৎকালীন পশ্চিম জার্মানি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনাকে হারিয়ে রজার মিলারের ক্যামেরুন প্রথম আফ্রিকান দল হিসাবে কোয়ার্টার ফাইনালে ওঠে।
১৯৯৪ : ব্রাজিল
রোমারিও ও বেবেতো ব্রাজিলকে ফাইনালে নিয়ে যান। একটি নিষ্প্রভ ম্যাচের পর ব্রাজিল চতুর্থবার শিরোপা জয় করে।
১৯৯৮ : ফ্রান্স
এটি ছিল প্রথম বিশ্বকাপ, যেখানে ৩২টি দল অংশ নেয়। দিদিয়ের দেশমের নেতৃত্বে স্বাগতিক ফ্রান্স ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল।
২০০২ : ব্রাজিল
প্রথম বিশ্বকাপ দুটি দেশ যৌথভাবে আয়োজন করে। সেবারই প্রথম এশিয়ায় অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল পঞ্চমবার শিরোপা জয়ের স্বাদ পায়। রোনাদোর মুকুটে যোগ হয় সবচেয়ে বড় সাফল্য।
২০০৬ : ইতালি
ইতালি বার্লিনে ফ্রান্সকে পেনালটিতে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের। জিনেদিন জিদান ঢুঁসো মারেন মাতেরাজ্জিকে, যা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম নিন্দনীয় ঘটনা। লাল কার্ড পান জিদান। তীব্রভাবে সমালোচিত হন।
২০১০ : স্পেন
প্রথমবারের মতো আফ্রিকায় বসে বিশ্বকাপের আসর। ফাইনালে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন প্রথম বিশ্বকাপ ট্রফি জেতে।
২০১৪ : জার্মানি
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানি চতুর্থ শিরোপা জেতে।
২০১৮ : ফ্রান্স
ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জেতে রাশিয়ায়। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম অধিনায়ক এবং কোচ হিসােব বিশ্বকাপজয়ী দ্বিতীয় ব্যক্তি হন। সেই বিশ্বকাপ থেকে ভার চালু হয়।
২০২২ : আর্জেন্টিনা
২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে তারা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারায়।
Posted ১১:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |