
ক্রীড়া প্রতিবেদক | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
তাসকিনে
-ফাইল ছবি
শ্রীলঙ্কার রানে কিছুটা নাগাল টেনেছেন শরিফুল ইসলাম। ফিফটি করা কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন বাঁহাতি এই পেসার। শরিফুলের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার স্কোর ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান। ক্রিজে আছেন সাদিরা আর মেন্ডিস।
এর আগে ৭৪ রানের জুটিও ভাঙেন শরিফুল। ৬০ বলে ৪০ রান করা নিসাঙ্কাকে এলবিডব্লিউ করেন যিনি জীবন পেয়েছিলেন ৩৬ রানে।
এদিকে ২৯ রানে জীবন পান মেন্ডিস। শামিম কেন বাউন্ডারি লাইনে না থেকে বেশ ভেতরে ছিলেন, সেটিও প্রশ্ন। এরপরও ক্যাচটি কঠিন ছিল, তা বলা যাবে না।
শরিফুল ও বাংলাদেশের কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে এসেছে এক বল পর মেন্ডিসের আউটসাইড-এজ। স্লিপ আগে থেকেই নেই, মুশফিক এবার ডাইভ দেওয়ারও সুযোগ পাননি। ওই চারেই ১০০ পেরিয়েছে শ্রীলঙ্কা।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |