শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট

বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা

বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। আর এ উন্মাদনায় যোগ দিতে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়েছেন কৃষক সোনা মিয়া। সেই বাড়ি দেখতে ভিড় করছে এলাকাবাসী।


সোনা মিয়া যশোরের চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিবাদমান সাত গ্রামের অন্যতম কমলাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

কমলাপুর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের বাসিন্দারা বরাবরই ক্রীড়াপ্রেমী। এই গ্রামেরই বাসিন্দা কৃষক সোনা মিয়া। ছোট বেলা থেকেই তিনি আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন নিজের বাড়ি।


শনিবার দুপুরে সরেজমিন সোনা মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা বাড়ি। বাড়ির প্রধান প্রবেশ গেট, বাড়ির প্রাচীর এমনকি রান্নাঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। বাড়ির প্রবেশ ফটকের ওপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন। যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন লিওলেন মেসি। পাশেই একটি বাঁশের খুঁটিতে উড়ছে আর্জেন্টিনার পতাকা।

সোনা মিয়া বলেন, সামর্থ্য থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সামর্থ্য না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি। আশা করছি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।


Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com