
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
শেষ দিকের জোড়া গোলে ওয়েলসকে কাঁদিয়ে জিতল ইরান
কী রোমাঞ্চকর খেলাই না উপহার দিল ইরান। অতিরিক্ত ৯ মিনিটের একেবারে শেষ মুহূর্তে জোড় গোল দিয়ে ওয়েলসকে হারিয়ে দিল ইরানিরা।
একের পর এক গালের চেষ্টা করে গেছে দুই দল। কোনোটি পোস্টে লেগে ফিরেছে, কোনোটি অফসাইডে বাতিল। কিন্তু সব রোমাঞ্চ জমা হয়েছিল যেন শেষমুহূর্তের জন্য।
যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে শেষ হাসি ইরানেরই। ৯৭ মিনিট পর্যন্ত ০-০ স্কোরলাইনের ম্যাচ শেষের নাটকীয়তায় ইরানের পক্ষে ২-০।
এ জয়ে শেষ ষোলোয় ওঠার আশা টিকে রইল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে।
দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেলদের। দাপট দেখাল ইরান। গতিময় আক্রমণাত্মক ফুটবলে তৈরি করল অসংখ্য সুযোগ। দুটি ব্যর্থ হলো পোস্টে লেগে।
শেষ দিকে ১০ জন নিয়ে খেলা ওয়েলস কোনোরকমে ঠেকিয়ে রাখছিল কার্লোস কিরোসের দলকে। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়।
Posted ৬:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |