শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে আন্দোলন

প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া ক্লাসে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া ক্লাসে ফিরবেন না শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে ১৭তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান

-প্রতিনিধি

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জাতীয়করণের দাবিতে ১৭তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা। তারা বলছেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া ক্লাসে ফিরে যাব না।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে প্রেসক্লাব এলাকায় দেখা যায়, গত কয়েকদিনের মতো আজ সকাল থেকে শিক্ষকদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব এলাকা। তবে বিগত দিনগুলোর মতো রাস্তা বন্ধ নেই আজ। প্রেসক্লাব সড়কেই দুইপাশেই চলছে যানবাহন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে একটি ব্যানার লাগিয়েছেন তারা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।  বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, ‘জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না। দাবি আদায় বা আশ্বাস না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষক রাস্তা ছেড়ে বাড়ি ফিরে যাবেন না। আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক বলে আমরা জেনেছি।

শিক্ষক নেতারা বলছেন, আজ ১৭ দিনের মতো আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। নিরাপত্তার বিষয় সামনে রেখে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের পক্ষ থেকে আমাদেরে কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের দাবি আদায় হয়নি এবং লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, তাই স্বল্প পরিসরে হলেও অবস্থান চালিয়ে যাব আমরা।


এরআগে বুধবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী শিক্ষকদের বুধবারের মধ্যেই শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরুর বিষয়টি উল্লেখ করেন।

গত ১১ জুলাই সারাদেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দেন। বৃহস্পতিবার এই কর্মসূচির ১৭তম দিন চলছে।


Facebook Comments Box

Posted ৬:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com