শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ ২৩ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

রাজশাহী বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ ২৩ সেপ্টেম্বর

প্রতীকী ছবি

‘সরকারের উন্নয়ন ও শিক্ষকদের প্রত্যাশা’ নিয়ে রাজশাহীতে আগামী ২৩ সেপ্টেম্বর বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মদিনাতুল উলুম কামিল মাদরাসায় এ সমাবেশের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।


সমাবেশে রাজশাহী বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

Facebook Comments Box


Posted ৫:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com