বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ১২তম দিনেও খোঁজ মেলেনি অপহৃত শিক্ষার্থীর

আঃ রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

অপহরণের ১২তম দিনেও খোঁজ মেলেনি অপহৃত শিক্ষার্থীর

অপহৃত শিক্ষার্থী সোনালি আক্তার

-প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বাড়ি থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণের ১২দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই ছাত্রীর পরিবার। গত (২৩ আগস্ট) বিকেলে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন এলাকায় অপহরণের এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই দিন বিকেলে ওই ছাত্রীর বাবা আলম ফকির বাদী হয়ে কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এতে উপজেলার একই ইউনিয়ন দুধাইল নয়া পাড়া গ্রামের আঃ মজিদের ছেলে (১৮) সাকিল ও তার বাবা আঃ মজিজ ও তার সাহেরা বেগম আতিকুল সাহারুল সহ ৫ জন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোসলিমগঞ্জ হাইস্কুল বিদ্যালয়ের থেকে ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ছাত্রী সোনালি আক্তার (১৬)
এবার ২০২৩/২৪ সালে কলেজ ভর্তির জন্য আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো সাকিল। এ বিষয়ে সাকিলের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। গত (২৩ আগস্ট) বিকেলে বাড়ি ফেরার পথে সাকিল ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।


অপহৃত ছাত্রীর বড় বোন দিপালি বেগম বলেন, (২৩ আগস্ট) বিকালে আমার বোনকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাকিল ও তার সহযোগীরা। আমার বোনের কোনো খোঁজ খবর না পেয়ে থানায় অভিযোগ করেছি’। থানাও আমার বোনকে উদ্ধার করতে পারেনি আসামীরা প্রভাবশালী হওয়াই পাইতারা চলছে৷

কালাই থানার ইনচার্জ ওয়াসীম আল বারী বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে স্কুলছাত্রীকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।


Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com