শনিবার ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে আন্দোলন

আজই শিক্ষকদের বাড়ি ফেরার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

আজই শিক্ষকদের বাড়ি ফেরার নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

-ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আজই বুধবার (২৬ জুলাই) ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমি অবশ্যই বলছি, আজকেই তারা যেন ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে, তাহলে পরে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন। কিন্তু ২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তাই আজই তাদের ফিরে যেতে বলছি।


বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আপনারা জানেন- বিরোধীদল যেখানে কর্মসূচি করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন?


দেশের চলমান রাজনৈতিক অবস্থার মধ্যে শিক্ষকদের ঢাকা এনে যারা বসিয়ে রেখেছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয়, এমন কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়।

টানা ১৬ দিনের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচিতে পালন করছেন তারা।


এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে। তবে শিক্ষকরা বলছেন, শোকজ নয়, কঠিন শাস্তি দিলেও দাবি আদায় ছাড়া ক্লাসে ফিরবেন না তারা।

এদিকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। অপরদিকে একই দিন সমাবেশ করবে যুবলীগ।

Facebook Comments Box

Posted ৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com