মো. হারুন অর রশিদ, পঞ্চগড় প্রতিনিধি | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
করিগরি শিক্ষার বৈষম্য দূরীকরন এবং শিক্ষার মান উন্নয়ন শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিএমটি কারিগরি কলেজ শিক্ষক সমিতির আয়োজনে বিভাগীয় শহর রংপুরের হোটেল রাইয়ান্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ দেলদার রহমান দিলু , বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ মশিউর রহমান বিলু , কাজী কাহাফুল ওয়ারা সালামি বক্তব্য রাখেন।
সাধারন প্রভাষকগণ কারিগরি কলেজগুলোতে শিক্ষকদের নানা সমস্যা বৈষম্য তুলে ধরেন রংপুর বিভাগের আটটি জেলার সদস্যরা। এ সময় কারিগরি শিক্ষায় নানা বিষয়ে ঘাটতি নিয়ে দীর্ঘক্ষন মুক্ত আলোচনা হয়। বিশেষ করে সরকারি প্রভাষকদের মত প্রশিক্ষন, এমপিও জটিলতা নিয়ে সৃস্ট সমস্যাগুলো নিয়ে মতামত তুলে ধরেন শিক্ষকরা। অতিথিগন সকল শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনে আগামি দিনে সকল সমস্যা বৈষম্য দূর করার অঙ্গিকার করেন। কারিগরি শিক্ষার মান নিয়েও বিষদ আলোচনা করা হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ দেলদার রহমান জানান কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতি শিক্ষকদের সমস্যা সমাধানে কাজ করছে। প্রয়োজনে শিক্ষা উপদেস্টার সাথে আলোচনা করে আমাদের দাবীগুলো তুলে ধরা হবে।
মতবিনিময় সভায় আটটি জেলার ১০৪ জন অধ্যক্ষ সহ প্রায় পাঁচশ প্রভাষক অংশ নেন।
Posted ৪:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো