মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষক নিবন্ধনধারীদের প্রতীকি অনশন ও অবস্থান কর্মসূচী কাল

  |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট

গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষক নিবন্ধনধারীদের প্রতীকি অনশন ও অবস্থান কর্মসূচী কাল

দীর্ঘদিন বেসরকারি শিক্ষক নিয়োগ বন্ধ থাকার ফলে চরম হতাশা বিরাজ করছে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ অর্জনকারীদের।পাশাপাশি সারাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা দিয়েছে চরম শিক্ষক সংকট।এরই প্রেক্ষিতে আবারও যাতে দ্রুতই বেসরকারি শিক্ষক নিয়োগ চালু হয় সেজন্য নানাভাবে কাজ করে যাচ্ছে শিক্ষক নিবন্ধনধারীদের দ্বারা গঠিত নানা সংগঠন।যার ধারাবাহিকতায় আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৯টায় এনটিআরসিএর অফিস চত্বরে নিয়োগের দাবিতে শিক্ষক নিবন্ধনধারীদের প্রতীকি অনশন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হতে যাচ্ছে।৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে এ অনশন ও অবস্থান কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের  মুখপাত্র সুমন আহমেদ কর্তৃক সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় শিক্ষার আলোকে শিক্ষক নিবন্ধনধারীদের প্রতীকি অনশন ও অবস্থান কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি তার প্রেস বার্তায় আরো বলেন,এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য সুপারিশকৃত ১-১৫তম লক্ষাধিক নিবন্ধনধারী অত্যন্ত কষ্ট ও হতাশার মধ্য দিয়ে দিন পার করছে।শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি  থাকা সত্বেও আজ পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।এছাড়াও তিনি জাতীয় পত্রিকার বরাত দিয়ে সারাদেশে প্রায় ৮০হাজার শিক্ষকের শূণ্য পদের কথা উল্লেখ করেছেন।যার ফলে নিয়োগ প্রত্যাশী প্রায় লক্ষাধিক বেকার নিবন্ধিত শিক্ষক চরম হতাশা ও দুশ্চিন্তায় জীবন অতিবাহিত করছে।


উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সোমবার বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দেন হাইকোর্ট।রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ), অ্যাডভোকেট জাফর সাদিক।

এর আগে ১৫ ডিসেম্বর ২০২০ইং তারিখে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।


মহামান্য আদালতের নিষেধাজ্ঞার মাঝে শিক্ষক নিবন্ধনধারীদের প্রতীকি অনশন ও অবস্থান কর্মসূচী কতোটা মহামান্য আদালতের দৃষ্টি আর্কষণ করতে পারবে এবং শিক্ষক নিবন্ধনধারীদের প্রত্যাশা পূরণে এনটিআরসিএ কতোটা এগিয়ে আসবে,সেটাই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box


Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com