বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে জলাবদ্ধতা: এক ঘণ্টা দেরিতে এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

চট্টগ্রামে জলাবদ্ধতা: এক ঘণ্টা দেরিতে এইচএসসি পরীক্ষা শুরু

মধ্যরাত থেকে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগর এলাকার কেন্দ্রগুলোতে এইএসসি এক ঘণ্টা পেছানো হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।


তিনি বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগর এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে। কারণ শিক্ষার্থীরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যথাসময়ে উপস্থিত হতে পারেনি। এর আওতায় মহানগরীর ২৭টা কেন্দ্র ও আশেপাশের ২ থেকে ৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।

তবে যেসব কেন্দ্রে এর মধ্যে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত হবে সেসব কেন্দ্রে পরীক্ষা শুরু করে দেওয়া হবে বলে জানান তিনি।


গত ১৭ আগস্ট থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডে পরীক্ষা পেছানো হয়। পেছানো তিন বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ আগস্ট (রোববার) থেকে শুরুর কথা জানানো হয়।

Facebook Comments Box


Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com