
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মো. শাহেদুল খবির চৌধুরী (কলেজ ও প্রশাসন উইং) এ তথ্য জানান।
মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, শুধু আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবস্থা উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
টানা চারদিনের ভারী বর্ষণে হাঁটু পানিতে ডুবে গেছে চট্টগ্রাম মহানগরী। রোববার রাতভর ও সোমবার বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বড় দালানের নিচতলা, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তি দিয়েও এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ভারি বর্ষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা মঙ্গলবার থেকে টানা তিন দিন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণজনিত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট মঙ্গলবার থেকে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক সব কাজ চলবে।
রোববার রাতের ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে। জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে।
দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, বাকলিয়ার নিঁচু এলাকা, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, হালিশহর, হালিশহর আবাসিক কে ব্লক, আই ব্লক, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, ফিরিঙ্গিবাজার, রিয়াজ উদ্দিন বাজার, তিন পোলের মাথা, বিমানবন্দর সড়কের ড্রাইডকের সামনের রাস্তাসহ নগরীর অসংখ্য অলিগলি পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি বিগত তিনদিনের ন্যায় এদিনও খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের আড়তগুলোতে পানি ঢুকে পেড়ে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |