বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয়করণ দাবিতে আসছে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট

জাতীয়করণ দাবিতে আসছে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৯তম দিন শনিবার অতিবাহিত হয়েছে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন আসছেন এবং অবস্থান নিচ্ছেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ’র ব্যানারে এককভাবে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শনিবার জানান, আগামীকাল রবিবার এগারোটায় কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরুর ঘোষণা দেবেন তারা। তবে, ঠিক কবে থেকে অনশন শুরু করবেন তা জানাননি।


শেখ কাওছার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আর মাত্র দুদিন পরে শুরু হবে। শোকের মাস শুরুর আগেই দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাই।

প্রতিদিনের মতো আজ শনিবারও সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।


অবস্থানরত শিক্ষকরা বলছেন, দাবি আদায়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করা হলেও কোনো ফল আসেনি। উল্টো মন্ত্রী বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চান, এমপিওভুক্ত শিক্ষকরা অন্য চাকরি না পেয়ে শিক্ষকতা করছেন। কিন্তু তিনি জানেন না মহান পেশা শিক্ষকতায় আসতে আমাদের অনেকেই অনেক ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। শিক্ষামন্ত্রী আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন। তিনি জাতি গড়ার কারিগরদের হেয় প্রতিপন্ন করছেন।

Facebook Comments Box


Posted ৯:২২ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com