বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন  করেছেন এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদ, এসময় দাবি না মানলে গণভবনের সামনে অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের নিয়োগের দাবি জানিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা৷

মানববন্ধনে এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জি এম ইয়াছিন বলেন, আইন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের চাকরি দেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা না পেলে আগামী ৬ মার্চ সব ধরনের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইনগত অধিকার হরণের বিষয়টি তুলে ধরতে গণভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। এ ক্ষেত্রে বিন্দুমাত্র পিছপা হবো না। আমাদের আজ থেকে দাবি একটাই সনদ থাকলেই তাকে চাকরি দিতে হবে। এর কোনো বিকল্প কথা আমরা মানতে নারাজ।


তিনি আরও বলেন, ২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সরোজ কুমার আমাদের একটা নামের তালিকা নিয়েছিলেন। যদি আইনে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকতো তাহলে কেনইবা সেদিন মন্ত্রণালয়ের একজন দায়িত্ববান ব্যক্তি আমাদের নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নামের তালিকা জমা নিলেন। কাজেই জীবন নিয়ে ছিনিমিনি খেলা বাদ দিন, প্রজাতন্ত্রের স্থায়ী সেবক হিসেবে কাজ করুন।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই এক দফা দাবি আদায় না হলে আগামী ৬ মার্চ গণভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


Facebook Comments Box

Posted ৬:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com