
বগুড়া প্রতিনিধি | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নিহত সঞ্চারী পারিজাত রায়
-সংগৃহীত
বগুড়ার শেরপুর পৌরশহরের গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী সঞ্চারী পারিজাত (১৩) আত্মহত্যা করেছেন। নিহত সঞ্চারী পারিজাত রায় জগন্নাথপাড়া এলাকার কলেজ শিক্ষক নীহাররঞ্জন সরকারের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাব. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শেরপুর শহরের জগন্নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সঞ্চারী পারিজাত ল্যাবটপে ফেসবুক চালাচ্ছিল। এ সময় বাবা তার ফেসবুকের পাসওয়ার্ড চান। এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কলহ হলে তাদের ওপর অভিমান করে মঙ্গলবার রাত ১২টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে অন্য বাড়ির লোকজন জানালা দিয়ে দীর্ঘ সময় একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার পরিবারকে জানায়। তখন তারা ঘরে গিয়ে লাশ ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কুমার সাহা জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |