
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
উচ্চশিক্ষা ও গবেষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষা পূরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা, গবেষণা ও মুক্তচিন্তা চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর দেখভাল করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজিসি প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা পূরণে ইউজিসি কাজ করে যাচ্ছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কমিশনের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউজিসির ৯৬ কর্মচারী অংশ নেন।
অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুণগত শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কমিশনের সুনাম ক্ষুণ্ন হয় এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। দেশ ও প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে ব্যক্তি পর্যায় থেকেই পরিবর্তন আনতে হবে। এজন্য মানসিকতায় পরিবর্তন আনতে হবে সবার আগে। নিজ নিজ কাজ ঠিকঠাক ভাবে করতে হবে। কোন কাজকেই ছোট করে দেখা যাবে না।
ইউজিসির দায়িত্বপ্রাপ্ত এ চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যক্তি পর্যায়ে কর্মে ও ব্যবহারে উৎকর্ষ অর্জন করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অধ্যাপক আলমগীর আরও বলেন, প্রতিষ্ঠানকে মন থেকে ধারণ করতে হবে। তাহলে ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পাবে, দাপ্তরিক কাজে পরিবর্তন আসবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে হবে।
ইউজিসির সচিব ড. ফেরেদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিশনের উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |