বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভা

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভা

-সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ধানমন্ডির ক্যাম্পাসে ২৩ আগস্ট বিকেল ৩টায় এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পশ্চিমারা আমাদের অনেক কিছু শেখাতে চায় কিন্তু নৈতিক মানদণ্ডে আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে আছি। পশ্চিমাদের থেকে আমাদের গণতন্ত্রের সবক নেওয়ার কোনো দরকার নেই। পশ্চিমারা গণতন্ত্রের কথা বললেও সেখানে মানবিকতা আজ চরমভাবে অবহেলিত।’

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে একটি আধুনিক শিক্ষিত ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই। বিভিন্ন দেশের জাতির জনকগণ দলমত নির্বিশেষে সমাদৃত হলেও বঙ্গবন্ধুর ক্ষেত্রে তা হচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক।’


তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে যোগদানের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসপিইউএ’র প্রেসিডেন্ট প্রফেসর ড. ফরিদ এ সোবহানী বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু ইউজিসি প্রতিষ্ঠা করেন। ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করলেও আর্থিকভাবে কোনো প্রকার সহায়তা করে না।’


তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের টিউশন ফি দিয়ে পরিচালিত হয়ে আসছে এবং প্রয়োজনীয় অর্থের অভাবে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকারকে বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের আহ্বান জানাই।’

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতি কোনোদিন অস্বীকার করতে পারবে না। বঙ্গবন্ধুর কারণেই বাঙালি জাতি আজও দেশে-বিদেশে সমাদৃত। বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই দেশের শিক্ষানীতি, অর্থনীতি ও সমাজনীতি পরিচালিত হওয়া উচিত।’

সভাপতির বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন বলেন, ‘শুধু আলোচনা শুনলে হবে না, আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং তার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।’

আরও বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. জাভেদ বারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিরেক্টর এবং বিএসপিইউএ’র সদস্য তামান্না মাকসুদ।

আলোচনা সভায় স্টেট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com