বুধবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মহাপরিচালক প্রত্যাহারে শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

মহাপরিচালক প্রত্যাহারে শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন ‘ঘেরাও’ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা। দুই পরিচালককে প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, তাদের চাকরি জাতীয়করণ করণেরও দাবি জানিয়েছেন তাঁরা।


এর আগে এহতেশাম উল হক এবং জুলফিকার হায়দারকে প্রত্যাহারে গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই দুই মহাপরিচালককে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে না হলে আমরা স্কুল বন্ধ করে দেব, কলেজ বন্ধ করে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব। শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষাসচিব দায়ী থাকবেন।’


তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থীদের পদায়নের জন্য দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব মো. নুরুজ্জামান। তিনি ব্রিফকেস পেয়ে এ পদায়ন দিয়েছেন।’

আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’


গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দারকে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি তাদের পদায়ন করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয় ২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com