বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন পেতে অনলাইনে আবেদন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৬ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তা এ পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।


শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ শাখা) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে বুধবার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের www.shed.gov.bdwww.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।


একই সঙ্গে অনলাইনে ছাড়া অন্য উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।

Facebook Comments Box


Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com