
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রতীকী ছবি
একসঙ্গে একাধিক মাসের স্কুল টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার জারি করা এক আদেশে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। ওইদিনই আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এ তিন মাসের টিউশন ফিস শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রীম আদায়ের নোটিশ দিয়েছে, এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।
তাই সব বেসরকারি মাধ্যমিক বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফিস অগ্রীম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফিস সংশ্লিষ্টা মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে গত ৪ অক্টোবর জারি করা এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছিলো, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনা অগ্রীম গ্রহণ করা যাবে না।
Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |