
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
ভোলার লালমোহনে যমজ দুই ভাই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শুক্রবার প্রকাশিত এসএসসির ফলাফলে এ তথ্য জানা যায়।
জিপিএ-৫ প্রাপ্ত যমজ দুই ভাই হলো- শাহরিয়ার রউফ সিফাত ভূঁইয়া এবং জাকারিয়া রাফিউ ভূঁইয়া। তারা গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাওলা গ্রামের ভূঁইয়া বাড়ির মো. শাহজাহান ভূঁইয়ার ছেলে।
শাহরিয়ার ও জাকারিয়ার বাবা মো. শাহজাহান ভূঁইয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তাদের মা মোসা. রাশিদা বেগম কোস্ট ফাউন্ডেশনের ভোলার সহকারী পরিচালক।
যমজ দুই ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মা মোসা. রাশিদা বেগম বলেন, শাহরিয়ার ও জাকারিয়া যমজ। আমাদের স্বপ্ন তারা ভালো মানুষ হিসেবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাশিদা বেগম আরো বলেন, বর্তমানে তাদের ঢাকার ভালো কলেজে পড়ার আগ্রহ রয়েছে। আমাদের ইচ্ছা ভবিষ্যতে দুইজনের একজন মেডিকেল এবং অন্যজন প্রশাসনিক লাইনে কাজ করবে। তাই তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
Posted ১:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |