শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট

৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি

জাহিদ আল আসাদ ও সাদ্দাম হোসেন

-সংগৃহীত

৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক জাহিদ আল আসাদ।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর নায়েমে অনলাইন ও সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।


৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো কমিটি গঠনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। মোট ৬৫৪ জন ভোটার রয়েছেন সংগঠনটির। নির্বাচনে ২৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাদ্দাম হোসাইন। এছাড়া ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ আল আসাদ।

এদিকে, নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয়কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।


অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচনের জন্য আট সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ৪০তম বিসিএস ব্যাচের সায়েম আশরাফ, এনায়েত উল্লাহ শরীফ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ইমন, লিটন চন্দ্র সূত্রধর, তানভীর জামান, সৈয়দা জান্নাতুল নাঈম ও মাহাবুবা।

Facebook Comments Box


Posted ২:১২ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com