শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গমাতার জন্মদিনে সরকারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল কলেজের শ্রদ্ধা

কালীগঞ্জ, ঝিনাইদহ   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বঙ্গমাতার জন্মদিনে সরকারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল কলেজের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গমাতার ভাস্কর্য়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সদ্য সরকারিকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে ক্যাম্পাসে বঅবস্থিত বঙ্গমাতার ভাস্কর্য়ে শ্রদ্ধা নিবেদন করেন ।


১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন ফজিলাতুন্নেসা মুজিব।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছিলেন শ্বাশত বাঙালী স্ত্রী ও বাঙালী মায়ের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর কিশোর বয়স থেকে শুরু করে আমৃত্যু তাঁর পাশে থেকে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন, বঙ্গবন্ধুর সংগ্রামী ও কর্মময় জীবনে তাঁর পাশে ছায়া হয়ে থেকেছেন, তাঁকে সাহায্য সহায়তা করেছেন।


তিনি বলেন, জাতির পিতার ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে তাঁর স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। সেজন্যই তিনি বঙ্গমাতা। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু যেমন ওতপ্রোতভাবে জড়িত থেকে ইতিহাসের অংশ হয়েছেন, তেমনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাঁর আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষ অংশীদার, ভুক্তভোগী ও প্রেরণাদাত্রী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

এরপর তিনি শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com