
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মাকসুদা আক্তার মালা
-সংগৃহীত
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে স্কুলের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মো. মিজানুর রহমানের সই করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ফৌজদারি মামলা (পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ ও পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০)।’
আদেশে আরও বলা হয়, ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী শর্ত বিধিমালা-১৯৭৯ (১১) এবং প্রতিষ্ঠানে আপনার নিয়োগপত্রের শর্তভঙ্গের কারণে আপনাকে সাময়িক বহিষ্কার করা হলো। ১২ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।’
মাকসুদা আক্তার আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য এবং সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক। শনিবার (৯ সেপ্টেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে তাকে আটক করে। ওই সময় তার মেয়েকেও আটক করা হয়েছিল, পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার মাকসুদা আক্তারকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
Posted ৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২ | ৯ | ৩০ |