শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ

চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

প্রতীকী ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের মধ্যে পাসওয়ার্ড ভুলে যাওয়া প্রার্থীদের এনটিআরসিএর কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা।


তিনি বলেন, বহু প্রার্থী পুলিশ ভেরিফিকেশনের ফরম পূরণে ব্যবহৃত পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুপারিশপত্র ডাউনলোড করতে চাচ্ছেন। তবে, ওইসব প্রার্থীকে আবেদন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন ওই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে তারা লগইন করতে পারবেন। আর যদি কোনো প্রার্থী তা ভুলে যান সে ক্ষেত্রে এনটিআরসিএ কার্যালয়ে যোগাযোগ করলে তার তথ্য জেনে টেলিটক থেকে তার পাসওয়ার্ড সংগ্রহ করে দেবো।

তিনি আরও বলেন, পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতায় প্রার্থীদের এনটিআরসিএতে যোগাযোগের পরামর্শ দেয়া হচ্ছে।


Facebook Comments Box


Posted ৬:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com