শুক্রবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

নন্দিতা অধিকারী, ঘোড়াঘাট, দিনাজপুর   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ঘোড়াঘাটে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১ জানুয়ারি) উপজেলার রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,নুরজাহানপুর (অবঃ) উচ্চ বিদ্যালয়, বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়, হরিপাড়া উচ্চ বিদ্যালয়,খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ফুলকুড়িঁ উপজেলা প্রশাসন স্কুল সহ ১০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সরকার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত ২০২৩ দিনাজপুর জেলার শ্রেস্ট সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা যুব উন্নয়ন অফিসার হাফিজার রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষক মন্ডলী।

Facebook Comments Box


Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com