বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব শিক্ষক দিবসে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

বিশ্ব শিক্ষক দিবসে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার শুভেচ্ছা বার্তা

‌’শিক্ষকগণকে আমরা যদি ভুলে যাই তাহলে সঠিক মূল্যায়ন পাবে না’

বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি সশ্রদ্ধা সালাম জানিয়ে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদন্ডকে যারা প্রতিষ্ঠিত করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত শ্রম দিয়ে যায়। যাদের মেধা শ্রমের বিনিময়ে শিক্ষা শক্তিশালী হয় তারাই হলেন আমাদের মহান পেশার শিক্ষক। শিক্ষায় জীবনের চাবিকাঠি উল্লেখ করে ছিদ্দিক উল্লাহ বলেন, এই চাবিকাঠি যারা পরিচালনা করেন তাদের মধ্যে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষকগণ।


আজ ৫ অক্টোবরে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও শিক্ষক দিবস পালিত হচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে শিক্ষকদের বিভিন্ন বৈষম্য রয়েছে। বিভিন্ন শিক্ষদের দাবি-দাওয়া রয়েছে। স্বাধীনতারপর থেকে প্রাইমারি, হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সকল ক্ষেত্রে বৈষম্য রয়েছে। সরকারগণ বিভিন্ন সময়ে বৈষম্য দূরীকরণে ভূমিকা রেখেছে। তবে তা যথেষ্ট নয়। তিনি বলেন, যে সরকার যখন ক্ষমতায় থাকেন তারা শিক্ষকদের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এডভোকেট ছিদ্দিক উল্লাহ আরো বলেন, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড । সেখানে যারা মেরুদণ্ড পরিচর্যা করেন তাদের বৈষম্যদূরীকরণে আমরা যদি ভুমিকা না রাখি তাহলে জাতির মেরুদণ্ড শক্ত হবে না। তিনি বলেন, আজকে যারা রাষ্ট্রপ্রধান, আমরা আইনজীবী সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করছি সবাই আমরা কিন্তু শিক্ষকদের মাধ্যমে এখানে এসেছি। আজ যদি ওই শিক্ষকগণকে আমরা ভুলে যাই তাহলে তারা সঠিক মূল্যায়ন পাবে না। এই জন্য সমাজে তাদের পাশে থেকে সকলকে শিক্ষকদের বৈষম্যদূরীকরণে কাজ করতে হবে।


Facebook Comments Box


Posted ৩:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com