শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু সচেতনতায় 

সোমবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি জানতে চায় অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

সোমবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি জানতে চায় অধিদপ্তর

ডেঙ্গু রোগে বিপর্যস্ত পুরো দেশে। প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছেন। এ রোগের বিস্তার রোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্কুলের আঙিনা পরিষ্কার রাখা, সচেতনতা বৃদ্ধি করতে কমিটি গঠনসহ আরও কিছু নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সোমবারের (১৪ আগস্ট) মধ্যে জানতে চেয়েছে কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর।

এ সংক্রান্ত তথ্য পাঠাতে রোববার (১৩ আগস্ট) অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়।


এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আলাদাভাবে ডেঙ্গুর বিস্তার রোধে নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা জানতে বলা হয়েছে অধিদপ্তর থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা চালাতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির হার্ডকপি ও সফট কপি আগামী ১৪ আগস্ট দুপুর ১২টার মধ্যে ই-মেইলে (dtead1@gmail.com) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।


জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হক হেনরী বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু বাস্তবায়নের চিত্র জানতে চাওয়া হয়েছে

Facebook Comments Box


বিষয় :

Posted ১১:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com