শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে

১৩তম দিনেও প্রেসক্লাবে শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

১৩তম দিনেও প্রেসক্লাবে শিক্ষকদের অবস্থান

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা দাবিতে ১৩তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে রবিবার (২৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। সম্প্রতি শিক্ষকদের স্কুলে হাজির থাকার নির্দেশ দেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।


শিক্ষকরা বলছেন, গত ১১ জুলাই থেকে দাবি আদায়ে তারা রাজপথে অবস্থান করছেন। কোনো নোটিশে নয়, জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

এর আগে, গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি বলে জানান বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি বলেন, আমারা জাতীয়করণ ছাড়া কিছু চাই না। শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা সন্তুষ্ট নই। যতই হুমকি-ধমকি আসুক আন্দোলন চলবে।


এদিকে  শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। বৈঠকে তিনি আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।

Facebook Comments Box


Posted ৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com